- কষ্টের ছন্দ পিকচার
কার জন্য কাঁ'দো তুমি মন,
কে বা ছিলো তোমার আপন?
মানুষ মাত্রই হারিয়ে যায়;
ফুরিয়ে গেলে প্রয়োজন।
- ভালোবাসার কষ্ট ছন্দ
জীবনে পারফেক্ট মানুষ
থাকার চাইতে মানসিক শান্তি দেবে
এমন মানুষ থাকা বেশি প্রয়ােজন
- কষ্ট ছন্দ
বাইরের রং দেখে.,
কাউকে ঘৃণা করােনা, হয়তো তার
অন্তরের সৌন্দর্য আপনাকে মুগ্ধ
করতে পারে..!
- প্রেমের কষ্ট ছন্দ
রুপে কি আসে যায়?
মনটাই আসল, রুপ সারাজীবন থাকবে
না শুধু মনটাই থাকবে...
- কষ্টের ছন্দ
একা
বাঁচতে শিখাে, মানুষ
শান্তনা দেবে,শান্তি না!
- চাপা কষ্টের স্ট্যাটাস
জীবন অনক ছোট
যতটুকু সম্ভব প্রিয় মানুষের
সাথে মানিয়ে নাও!
- অবহেলার কষ্টের স্ট্যাটাস
প্রতিটি মানুষই বহুরপী
আমরা একজনকে ঠিক ততটুকুই চিনতে
পারি যতটুকু সে আমাদের সামনে তুলে ধরে।
- কষ্টের স্ট্যাটাস বাংলা
কার ভেতরে কি আছে
সেটা আমরা কেউ জানিনা বলেই
হয়তাে পৃথিবীটা এতাে সুন্দর।
- কষ্টের কিছু কথা
আপন অনেকেই ছিলাে
কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখেছি
তখন ছায়াটাই আমার সাথে ছিলো।
- কষ্টের ছন্দ
পরিস্থিতি
তােমাকে ধন্যবাদ
তুমি বুঝিয়ে দিয়েছো সব আপনজন
আপন হয় না!
- ভালোবাসার কষ্টের স্ট্যাটাস
আমাকে সুখী ভেবে
ধোঁকা খেও না প্রিয়
কারণ সব মােমবাতি কিন্তু খুশিতে জ্বালানাে হয় না,
কিছু মােমের প্রদীপ জ্বলে জীবন নামক গল্পের সমাপ্তি ঘটে।
- পাখি মণি
- কষ্টের ক্যাপশন
সবাই রূপ খােজে না
কেউ কেউ সম্পর্কের
মাঝে একটু সুখও খাঁজে।