ধাঁধা প্রশ্ন ও উত্তর
খেতে গিয়ে কেঁদে ফেলে,
কারণ, মেয়েটার নাম
ছিল......!
উত্তর: কুসুম
বুদ্ধির ধাঁধা
ধাঁধা
মেয়েরা বের করে হাটে
আর
ছেলেরা লুকিয়ে হাটে
বলোতো কি
উত্তর: মানি ব্যাগ
ধাঁধা উত্তর সহ
আকাশের আব
মাটির দুল
মায়ে খা
বাপে লেক
বলেন তো কি হবে
উত্তর: আবদুল খালেক
বুদ্ধির ধাঁধা উত্তর সহ
ধাঁধা
১টি হাড়িতে ১০০টি
মিষ্টি আছে
নীরা নব্বই টা মিষ্টি খেলে,আর থাকে কয়টা?
উত্তর:১০
ধাঁধা উত্তর
একটা কাপড় শুকাতে ৫ মিনিট সময় লাগে😁
তা হলে ৫ টি কাপড় শুকাতে কত সময় লাগবে 🤔
উত্তর: পাঁচ মিনিট
চিন্তার ধাঁধা
ধাঁধা প্রশ্নঃ একই প্রশ্ন কিন্তু সবাই আলাদা আলাদা উত্তর দেয় অথচ সবার উত্তরই ঠিক প্রশ্নটি কি❓
উত্তর: তোমার নাম কি
মজার ধাঁধা
ধাঁধা
যা দেবেন তাই খাবে কিন্তু জল খেলে মারা যাবে বলুনতো জিনিসটা কী🙄🙄
উত্তর: আগুন
হাসির ধাঁধা উত্তর সহ
ধাধা :
পানিতে জন্ম ঘরে বাস
পানিতে পড়লেই স'র্ব'না'শ
কি হবে।
উত্তর: লবণ
রোমান্টিক ধাঁধা উত্তর সহ
কঠিন ধাধা.....আমার মায়ের পেটের
সন্তান কিন্তু আমার ভাই না?
উত্তর: বোন
কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর
ধাধা
একটু খানি পুকুরটা জল টলমল করে
ছোট একটু কণা পড়লে সর্বনাশ করে।
উত্তর: চোখ
জটিল ধাঁধা
কঠিন ধাঁধা!
˵একটি 🕊️পাখির তিনটি ডানা"!
``শীতকালে উরতে মানা"!
উত্তর:ফ্যান
বাংলা ধাঁধা উত্তর সহ
🫡ধাঁধাঁ 😀
আমি থাকি খালে বিল তুমি থাক ডালে।
তুমার আমার দেখা হবে মরণের কালে।
🙄🙄বল উওর কি হবে 🤔🤔
উত্তর: মরিচ আর মাছ
ছোট ধাঁধা উত্তর সহ
সহজ ধাঁদা
খালে বিলে পানি নাই
কিন্তু
গাছের উপরে পানি?..
উত্তর: ডাব
জটিল ধাঁধা উত্তর সহ
রাজা বসলো চেয়ারে
রাজার পা গেল বাজারে
বলোতো কি
😂😂😂😂
উত্তর: কচুর লতি
মজার মজার ধাঁধা
ধাঁধা
.
মাথায় মুকুট গোল গোল
পেটের মধ্যে হাত-পা,
চলে কিন্তু নড়ে না
এটা কি তা বল না !!
উত্তর: শামুক
কঠিন ধাঁধা
আরেকটি নতুন ধাঁধা
ছেলেরা হাঁপিয়ে যায়
মেয়েরা
আরো করতে চায়
😊😊😊
উত্তর: শপিং
বুদ্ধির ধাঁধা ও উত্তর
সহজ ধাঁধাঁ
ঢাকাতে ১ টি আছে,
কলকাতায় ২ টি আছে,
পৃথিবীতে ১ টিও নেই। 🤔
উত্তর: ক