বিয়ে নিয়ে ফানি স্ট্যাটাস
ঘুম থেকে উঠার আগেই আম্মা বলতেছে,
"নাইম! পাশের বাসায় আবার ঝগড়া লাগছে।"
ঘুমচোখে আম্মার দিকে তাকিয়ে বললাম, "কী নিয়ে ঝগড়া লাগছে?"
আম্মা বলে, "যৌতুক নিয়ে। শ্বশুর বলছিল দামি মোটরসাইকেল দিবে। এখন দিছে এক লাখ টাকারটা। এটা পছন্দ হয়নি। তাই নিয়েই দ্বন্দ্ব।"
আমি উঠে বসতে বসতে বললাম, "এইসব কাপুরুষ কই থেকে আসে কে জানে! শ্বশুরের কাছে এসব চাইতে লজ্জা করে না? নিজের টাকায় শখ পূরণ করে না কেন? আমি তো শ্বশুরের কাছ থেকে একটা চামচও নিব না।"
"তাইলে কী নিবা?" আম্মা জিজ্ঞেস করল।
আমি বললাম, "শুধু শ্বশুরের মেয়েটাকে নিয়ে আসব।"
এইটুকু পর্যন্ত ঠিক ছিল। তারপর যখন আম্মা জানতে চাইল, "কখন আনবা?" তখন আমি বুঝতে পারলাম যে, ব্যাপারটা অন্য দিকে চলে যাচ্ছে। আমাকে বিয়ে করানোর ভূত আবার আম্মার মাথায় চেপে যাচ্ছে। তাই ব্যাপারটা যথাসম্ভব চেপে দেওয়ার জন্য বললাম, "আরে আনব তো! আগে সময় হোক।"
কেন জানি না আম্মা অনেক রেগে গেল। বলল, "সেই সময় কবে হবে? আমি বেঁচে থাকতে দেখে যেতে পারব তো?"
বললাম, "আরে পারবা। এত অস্থির হচ্ছো কেন?"
আম্মা আরো রেগে বলল, "অস্থির হবো না? ভেবেছিলাম এই ঈদটা নতুন মেয়ের সাথেই করব। ইদ তো চলে আসতেছে। তোমারে কিছু বললেই বলো সময় আসুক৷ সময় আর কখন আসবে?"
আম্মা এসেছিল প্রতিবেশির ঝগড়ার কথা আমাকে বলতে। এখন আমরাই ঝগড়া করছি। আচ্ছা, মায়েরা এমন হয় কেন?🤔
বাংলা ফানি স্ট্যাটাস
🙌__👉তুই বেডা মানুষ..🙂
পোস্ট দেখবি...👀
রিয়েক্ট দিবি....🥰
তুই কেন ইনবক্সে এসে নাম কী...?🤔
বাড়ি কই..?🙄
দরজার কই...?🤭
জানালা কই..?😏
কিসে পড়ো..?😃
বাবা কি করে...?🙃
ভাই বোন কয় জন...?☺️
বিয়ে করছেন নাকি...?🤨
পিক দেন.…?😠
আর কতো কি প্রশ্ন....?🙄
-আরে আমি ফেসবুক চালাইতে আইছি..📱
-আমি কোনো ইন্টারভিউ দিতে আসি নাই ..🤨🙃😁😎😎😛🤟
~`
ফেসবুক ফানি ক্যাপশন
বাবা তার ছেলে কে ডেকে বলছে 😚
বাবাঃ- কিরে তোর গার্লফ্রেন্ড আছে..?
ছেলেঃ- আসতাগফিরুল্লাহ বাবা কি বলো এগুলো,,
গার্লফ্রেন্ড তো দূর আমার জাস্ট ফ্রেন্ডও নাই😌😌
বাবাঃ- তাহলে তুই কি বিয়ে করবি...?😒
ছেলেঃ- কি বলো বাবা আমি এখনো কচি একটা পোলা,,
বিয়ের বয়স হইছে নাকি আমার🤐
এবার বাবা রেগে গিয়ে বললো " হারামজাদা হয় গার্লফ্রেন্ড বানা না হয় বিয়ে কর,, আরেকদিন যদি বাথরুমে গিয়ে পিছলা খেয়ে পড়ি তাহলে তোর খবর আছে😡😡
ফানি পোস্ট মেয়েদের
এক স্কুলের পাশে আমার একটা কসমেটিকস এর দোকান আছে। এক বাচ্চা ক্লাস টু বা থ্রির হবে প্রতিদিন আমার দোকানের সামনে দিয়ে হেঁটে যায় আর আমার দিকে কিছুক্ষণ তাকায়।
একদিন ডাক দিয়ে বললাম এদিকে আসো, সে দেখি ভয়ে আসেনা। আদরের সুরে ডাক দিয়ে বললাম আসো কিছু করবোনা। এরপর আসলো, আমি তাকে জিজ্ঞেস করলাম কিছু লাগবে তোমার? এভাবে তাকাও যে সবসময়?
সে উঠে বললো ফর্সা হওয়ার ক্রিম আছে? আমি বললাম হ্যা আছে তো। বাচ্চা উঠে বলতেছে- তাহলে ব্যবহার করেন না কেন আপনাকে দেখে প্রতিদিন ভয় পাই।🙂
ফেসবুক ফানি ক্যাপশন
ছেলে ছেলে ঝগরা লাগলে
বের হয় রক্ত 🥹
আর মেয়ে মেয়ে ঝগরা লাগলে 😬
বের হয় গোপন তথ্য । 🤭😅 এটা কী সত্যি 😌
রোমান্টিক ফানি পোস্ট
আম্মুরে সাফ জানায় দিলাম, আমার ডাক্তার ইঞ্জিনিয়ার জামাই লাগবেনা। লাগবে সুন্দর জামাই। আম্মুর পালটা প্রাশ্ন, "সুন্দর ধুইয়া পানি খাবি?"
I replied, "ধুইয়া না খাই, খামু তো নাকি?"
আম্মুঃ কী?
আমিঃ কী? 🙂
একদিন শিক্ষক ক্লাশে এসে বল্টু কে বললো...🥹🫰🏻
ফানি পোস্ট ফেসবুক
শিক্ষক : আচ্ছা বল্টু বলতো ১ টা ট্রেন ঘন্টায় ৪৩ হাজার কিলোমিটার বেগে পিছন দিকে গেলে আমার বয়স কত ! 🫣🫣
বল্টু : স্যার ৪০ বছর !🙂🙂
শিক্ষক : কিরে বল্টু তুই তো একদম ঠিক বলছিস কেমনে জানলি!🥲🥲
বল্টু : স্যার আমাদের এলাকায় তো একটা আধ পা*গল আছে তার বয়স ২০ বছর !আর আপনি তো পুরাই পা*গল তাই আপনার বয়স ৪০ !🥹🥹
শিক্ষক: 🤬🤬
ভালোবাসার ফানি স্ট্যাটাস
শখ করে একখান পান খেয়ে বাসে উঠছিলাম। জানালা দিয়ে পানের পিক ফেলতে গিয়ে এক স্টাইলিশ সুন্দরী মেয়ের মাথার সিঁথি বরাবর পড়ে যায়। 😆😜
মাথায় হাত দিয়ে সুন্দরী মুখ ঘুরিয়ে তাকাতেই দেখি সিঁথি বেয়ে টুপ টুপ করে পানের পিক তার নাকে মুখে পড়তেছে। 😁🤣
তা দেখে সুন্দরী রে/গে আ/গুন হয়ে বাসের দরজার দিকে তে'ড়ে আসছে। 😡😤
এদিক তো ভ/য়ে আমার হাঁটু কাপতেছে। তাড়াহুড়ো করে পানি দিয়ে কুলি করে টিস্যু দিয়ে মুখ মুছে ফ্রেশ হয়ে কানে হেডফোন লাগিয়ে সিটে হেলান দিয়ে আরামছে চোখ বন্ধ ঘুমের ভং ধরলাম। 😳😨
সামনের সিটেই এক ভদ্র মহিলা পান চিবুচ্ছিলেন। মেয়েটা এসে সরাসরি ভদ্র মহিলাকে উদ্দেশ্য করে বললেন,"এই বে/দ্দপ মহিলা, তু/ই আমার মাথায় পানের পিক ফেললি কেনো?? 😡😤
তা শুনে ভদ্র মহিলা মেয়েটার গালে ঠা/স করে দুইটা থা/প্পর বসিয়ে দিয়ে বললেন,"এই ডি/স্কু মাইয়া, কাকে বে/দ্দপ মহিলা বলছিস?? ঘো'ড়ার লেজের মতো চুল কালার করে চোখে সরষে ফুল দেখে উল্টাপাল্টা ব'কছিস কেনো, নাকি গা/ঞ্জা টা/ঞ্জা কিছু খাস!! 😡😤
প্রতিউত্তরে মেয়েটা কিছু না বলে ডিরেক্ট মহিলাটার চু/ল ধরলো। মহিলা তো ছে/ড়ে দেবার লোক নয়, উনিও মেয়েটার চু/লের মুঠি ধরলো। 😳😱
এদিকে বাসে থাকা সকল লোকজন দুজনের চুল টা/নাটানির দৃশ্য আরামছে উপভোগ করছিলো। মাঝখান থেকে ভদ্র মহিলার কোলে থাকা ৪ বছরের একটা বাচ্চা মেয়েটার গালে কা/মড় বসিয়ে দিলো। 😱🙄
পরিস্থিতি তখন ভ/য়াবহ তবুও কেউ থামাতে আসছে না। শেষমেষ আমিই দুজনের মাঝখানে ঢুকে থামাতে গেলে দুজনে আমার শার্ট ছিড়ে ফা/তা ফা/তা করে ফেললো। 🥺🥹😳
মানবতার খাতিরে তবুও থেমে থাকতে পারলাম না। দুজনের একজন'কে তো আগে থামাতে হবে। তাই মহিলাকে টে/নে ধরেছিলাম। ওদিকে বাচ্চাটাকে একা পেয়ে কা/মড়ের প্রতিশোধ নিতে মেয়েটি কামড় দেয়ার জন্যে বাচ্চার দিকে এগুচ্ছে। যেই বাচ্চার গালে কা/মড় বসাতে গেলো ওমনি বাচ্চাটা'কে টান দিয়ে সরিয়ে নিয়ে বাচ্চার গালের জায়গায় আমার গাল পেতে দিলাম। যার ফলাফল আমার গালে ২৮টি দাতের ছা/প পড়ে গেলো। 😔😌
এবার পরিস্থিতি কিছুটা শান্ত হতে শুরু করলো। মেয়েটি 'সরি' বলে বারবার আমার হাত ধরে মাফ চাচ্ছিলো। আমি তো বাপু নরম মনের মানুষ। নেগেটিভলি না নিয়ে পজেটিভলি নিয়ে ভাবলাম, কা/মড় দিয়েছে তাতে কি!!" সুন্দরী মেয়ের ঠোঁটের ছোঁয়া পেয়েছি এটাই অনেক। 🥰🥰
এটা ভেবে মা'ফ করে দিয়ে বললাম,"ঠিক আছে।"
তারপর মেয়েটি আমার হাত ধরে হাসপাতালে নিয়ে চিকিৎসা করে ফোন নাম্বার দিয়ে বলছিলো,"দরকার হলে কল দিতে। ব্যাস এখন আমরা সাড়ে চার বছরের রিলেশনে আছি।