বাস্তব জীবন বড়ই কঠিন & বাস্তব জীবন নিয়ে স্ট্যাটাস

 বাস্তব জীবন নিয়ে স্ট্যাটাস ফেসবুক

বাস্তব জীবন নিয়ে স্ট্যাটাস ফেসবুক

যদি করেন ভাই চালাকি,পরে বুঝবেন এর জ্বা~লা কী!

১. মিষ্টি বিক্রেতা মনে করে,

আমি তো মিষ্টি খাই না। তাই এতে ভে~জাল করলে আমার কোন সমস্যা নাই।

.

২. বেকারির মালিক মনে করে,

আমিতো বিস্কুট খাই না। তাই পঁ`চা ডিম-ময়দা দিয়ে বানালে আমার কোন সমস্যা নাই।

.

৩. ফল বিক্রেতা মনে করে,


আমিতো ফল খাই না। তাই কে~মিকেল মিশালে আমার কোন সমস্যা নাই।

.

৪.মাছ বিক্রেতা মনে করে,


আমিতো ফ~রমালিনযুক্ত মাছ খাই না। তাই ফ~রমালিন মিশালে আমার কোন সমস্যা নাই।


দিনের_শেষে-🙄


১. মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করে বিস্কুট, ফল, মাছ কিনে নিয়ে বাসায় যায়।


২. বেকারির মালিক বিস্কুট বিক্রি করে মিষ্টি, ফল, মাছ কিনে নিয়ে বাসায় যায়।


৩. ফল বিক্রেতা ফল বিক্রি করে মিষ্টি, বিস্কুট, মাছ কিনে নিয়ে বাসায় যায়।


৪. মাছ বিক্রেতা মাছ বিক্রি করে ফল, বিস্কুট, মিষ্টি কিনে নিয়ে বাসায় যায়।

সবাই_মনে_মনে_নিজেকে_অনেক_চালাক_ভাবে.🤔;


অনেক লাভ করেছে ভেবে আত্মতৃপ্তির ঢেকুর তোলে।


আসলে তারা_যে_নিজেরাই_নিজেদের_ঠকাচ্ছে,


 ক্ষ°তি করছে তা ভাবতেও পারেনা।...🤔


"পরের_অ~নিষ্ট_চিন্তা_করে_যেইজন,

নিজের_অ~নিষ্ট বীজ সে করে বপন......

বাস্তব জীবনের কিছু কথা

 Sir, আমার বেতন বাড়ান!😒


Boss : সম্ভব না!😢


- তাহলে আগামীকাল থেকে আমাকে বিকাল ৫ টার পর ছুটি দিতে হবে!😒

Boss : কেন?

- আমি সন্ধ্যার পর থেকে মধ্যরাতে, অটো রিকশা চালাবো।


কারণ, বর্তমান দ্রব্য'মূ'ল্যের ঊ'র্ধ্বগতিতে এই বেতন দিয়ে সংসার চালানো খুবই ক'ষ্টকর।😰


তাই আমার পরিবারকে সাপোর্ট দিতে হবে, এনি হাউ!😲


Boss : Okey, তবে অটো চালাতে চালাতে মধ্যরাতে যদি তুমি ক্ষু'ধার্ত হয়ে যাও,😞

কমলাপুর রেলস্টেশনের 

দক্ষিণ পাশে আইসো!

- কেন?

Boss : প্রতিদিন মধ্যরাতে আমি ঐখানে পরটা-ভাজি বিক্রি করি.!🙂

বাস্তব জীবনে কিছু কথা

পেট খারাপ করছিলো।

একটা হোটেলে গেলাম রাতের খাবার খাইতে। মাছ মাংস কিছুই খাইতে ইচ্ছা হচ্ছিলো না। বয়কে বললাম, ভাত, ডাল আর আলু ভর্তা দিতে।


পাশের টেবিলে দেখি ৩ জন বসে খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছে। একজন আবার আমার বন্ধু সুমনের মতো দেখতে। আমি আলু ভর্তা দিয়ে ভাত মেখে মুখে দিতে দিতে কয়েকবার সুমনরে সদৃশ মানুষটার দিকে তাকাচ্ছিলাম।


একটুপর দেখলাম, এক বাটি খাসির মাংস দিয়ে গেলে বয়। বললো, ঐ টেবিল থেকে আপনার জন্য দিছে, টাকা ওনারা দেবে, আপনে পেট ভরে খান। 


আমি বিস্মিত হয়ে গেলাম। অপমানিতবোধ করলাম না একটুও। মনে হলো, এখনও এই পৃথিবীর মানুষ কতো ভালো। এই নক্ষত্রভরা রাতে ৩ জন মানুষ চাচ্ছে, আরও একজন মানুষ তাদের মতো করে খাসির মাংস দিয়ে ভাত খাক। 


আমি খাওয়া শেষ করে মোট ৪ জনের বিল দিয়ে চুপিচুপি চলে আসলাম। এই নক্ষত্রভরা রাতে ঐ ৩ জন মানুষও জানুক, ভালোবাসা ছোঁয়া ছোঁয়।

বাস্তব জীবন নিয়ে কিছু কথা

ভুল মানুষে জীবন ভরা, আপন পর তুমি চিনবে কি করে? বিপদে তোমার পাশে যে রয় সে'ই হলো আপনজন!! 

মুখোশের আড়ালে শতশত মানুষ! দেখতে তাদের আপন মনে হয়। যাদের তুমি আজীবন আপন ভাবো আধতো তারা কেউ আপন নয়।....


কতশত মানুষ দেখেছি, পিতা-মাতা ভাই-বোনদের মৃত্যুতে মিলাদ পড়ায় নি!! দিন যায় মাস যায় যায় বছরের পর বছর কখনো পিতা মাতার কথা স্মরণও করে নি!! কাদের তুমি আপন ভাবছো?? পৃথিবীতে সবাই পর।।


সন্তানের জন্য এতশত সম্পদ না জমিয়ে, আখিরাতের জন্য দান খয়রাত করো। পথের ধারে শুঁয়ে থাকা ফকির মিসকিনদের পাঁচ দশটাকা প্রতিদিন দান খয়রাত করো।

দাদা দাদী পিতা মাতা ভাই বোনদের আত্মার শান্তির জন্য বাসায় এতিম মিসকিন ফকির মৌলভীদের দ্বারা দোয়ার আয়োজন করো।


মৃত্যুর পর তুমিও তোমার উত্তরসূরীর দিকে তাকিয়ে থাকবে কখন তারা তোমার জন্য দোয়া পড়বে, মিলাদ পড়বে। কিন্তু বিশ্বাস করো, কেউ তোমার জন্য দোয়া পড়বে না কারন তুমি তোমার পুর্বপুরুষদের জন্য দোয়া পড়োনি। তোমার সন্তানরাও তাদের সংসার নিয়ে ব্যস্ত থাকবে কারন আজ তুমি তাদের দোয়া পড়াতে শেখাও নি!!

লেখকঃ কাব্য আহমেদ রাজু

বাস্তব জীবনের ফেসবুক স্ট্যাটাস

 মেসেঞ্জারে চেহারা না দেখে প্রেমে পড়ার সংখ্যা অনেক। মেসেঞ্জারের এই সম্পর্কগুলো দেখে মনে হয় স্বামী-স্ত্রীর মাঝেও হয়তো এতো ভালোবাসা নেই । যতটা না তাদের মাঝে আছে।মেসেঞ্জারের সম্পর্কগুলোর সূচনাটা দেখে যে কারও হিং'সা হবে। কিন্তু মাস পার হতে না হতেই বুঝা যায় ভালোবাসাটা আসলে কতটুকু খাঁটি। 


ফেসবুকে প্রেমের সূচনা ল'গ্নে আদর-যত্নের কমতি হয় না।রাখা হয়ে যায় বাচ্চার নাম,সাংসারিক প্ল্যানও বাকি থাকে না। কত মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখা হয়। কত আবেগ মাখা কথা হয়। কিন্তু এতো গভীর ভালোবাসাটা সাধারণত অবি'শ্বাস আর সন্দে'হের কারণেই ভেঙে যায়।


 প্রশ্ন হচ্ছে যেখানে একজন আরেকজনের প্রতি বিশ্বা'সী নেই সেখানে সম্পর্কের শুরুতে এতো গভীর ভালোবাসা সৃষ্টি হয়েছিল কোথা থেকে? উত্তর ভালোবাসা পরিবর্তনশীল। কাউকে ভালোবেসে ফেলা সহজ। কিন্তু সারাজীবন ভালোবেসে যাওয়াটা সহজ না।

বাস্তব জীবনের সেরা উক্তি ছন্দ পড়ুন..