নারী ও পুরুষের সমান অধিকার প্রয়োজন কেন
নারী ও পুরুষ নিয়ে উক্তি
একজন সত্যিকার পুরুষের কেয়ার অনেক বেশি সুন্দর ।যে পুরুষ আপনাকে ভালোবেসে যত্ন করবে , সে আপনার পা থেকে মাথার চুল পর্যন্ত জানবে আপনার স্মেল কেমন ? আপনার চুলের ঘ্রান কেমন ? আপনার গালে ব্রনটা তাকে কষ্ট দিবে । আপনার পায়ের নখটা কেন বাঁকা করে কাটা সেটা ও সে লক্ষ্য করবে ।
সে হাজারো ব্যস্ত থাকলেও , আপনার ছোট খাট ব্যাপার গুলো খোঁজ নিতে ভুলবে না।প্রচন্ড গরমে আপনি ক”বার পানি পান করলেন । সকাল থেকে রাত পর্যন্ত কতবার খাবার খেলেন তার হিসাব নিতে ভুলবে না।আপনাকে তার ভবিষ্যৎ প্লান বলবে ।আপনাকে নিয়ে তার ভাবনা গুলো সে শেয়ার করবে ।
নারী ও পুরুষ
বন্ধু - বান্ধব ও আত্নীয় স্বজন একপাশে রেখে আপনাকে প্রায়োরিটি দিবে । মানুষটা যত সে ক্লান্ত থাকুক না কেন , আপনার জন্য সে সময় বের করতে ভুলবে না। পুরুষের ভালোবাসায় অদ্ভুত এক নিয়ম আছে , সে নিয়মে অজুহাত শব্দটা থাকে না। কারন একজন প্রকৃত পুরুষের কাছে ,পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল হল তার প্রিয়তমা। যার যত্ন করতে সে কখনোই ভুল করে না।
~মাসুমা ইসলাম নদী -
নারী ও পুরুষের সমান অধিকার
স্ত্রী কখনওই প্রিয় নারী হতে পারেনা,
কারণ স্ত্রীর অনেক ভুল।
বেশিরভাগ লোককেই যদি প্রশ্ন করা হয় —
“আপনার জীবনে সবচেয়ে প্রিয় নারী কে?”
স্বভাবতই অনেকে উত্তর দেন - মা,
কেউ বলেন - মেয়ে,
কেউবা বলেন - বোন
কেউ বা বলেন - নানী, কারণ সে তাকে কোলে পিঠে মানুষ করেছে।
এমন অনেকগুলো সম্পর্কের কথা উঠে আসে।
খুব অবাক লাগে একজন মানুষও উত্তর দেন না তার বউ তার সবচেয়ে প্রিয় নারী।
আসলে বাঙালী পুরুষের সমস্যা!
নারী ও পুরুষের শারীরিক পার্থক্য
বউকে ভালবাসি বললে
মান সম্মান চলে যাবে?
লোকে বউ পাগল বলবে?
বউয়ের কাছে ছোট হয়ে যাবে অথবা বাকী পুরুষদের সামনে মান-ইজ্জত কমে যাবে?
এমন একজন মানুষও কি নেই যার হাসপাতালের বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছেন তার স্ত্রী। অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির আভিজাত্যকে দূরে রেখে স্বল্প বেতনর ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে। শ্বশুড় বাড়ির ঝাল তরকারিতে ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভাল আছে। নাকি নিজের বিছানা, মায়ের রান্না, জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ যার কারণে বউ কখনোই প্রিয় নারী হবার যোগ্যতা রাখেন না।
নারী ও পুরুষ কত প্রকার
স্ত্রী ভালো হলে বেকার ছেলেও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে!
আর স্ত্রী খারাপ হলে প্রতিষ্ঠিত পুরুষ ও ধ্বং'স হয়ে যায়!
সুন্দর মন দেখে জীবন সঙ্গী সিলেক্ট করা উচিত। সুন্দর শরীর দেখে নয়..!!
চরিত্রে দোষ থাকলে, সুন্দর শরীর অন্যকারো ভোগের সামগ্রী হবে!!
আর তুমি হবে সমাজে পদে পদে লাঞ্চিত হেয় পতিপন্ন, বেঁচে থাকবে যন্ত্রনার মহা সায়রে!!
লেখকঃ কাব্য আহমেদ রাজু
শাশুড়ীকে সাথে সম্পর্ক ভালো রাখার কিছু টেকনিক।
নারী ও পুরুষের অনুপাত ২০২২
১.বিয়ের পর পরই সংসারের গিন্নী হতে যাবেন না কারন এই সংসার টাকে তৈরি করেছে আপনার শাশুড়ি তাই তাকে নিজের আপন করে নেন তাহলে সবি আপনার।
২.রান্না করতে গেলে শাশুড়িকে জিজ্ঞাসা করে রান্না করুন,প্রয়োজনে তার পছন্দের খাবার রান্না করুন।
৩.অবসর সময়ে একা সময় না কাটিয়ে শাশুড়ির সাথে তার বিয়ের পরের কথাগুলো জানতে চান,এতে আপনার শাশুড়ি পুরোনো সব স্মৃতিতে ঘুরে আসতে পারবে আপনাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে।
৪.ভালো শাশুড়িদের কিছু ইসলামিক বই শাশুড়িকে উপহার দেন তাহলে অনেকটা উপকার হতে পারে।
৫.নিজের জন্য কিছু শপিং করতে গেলে শাশুড়ির জন্যও কিনে আনুন দেখবেন খুব খুশি হবে।
৬.শাশুড়ির সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করুন।
৭. শাশুড়ির চুলে তেল দিয়ে দেন,চুল আচড়িয়ে দেন।
৮. শাশুড়িকে শুনিয়ে শুনিয়ে আপনার মায়ের কাছে শাশুড়ির নামে ইনিয়ে বিনিয়ে প্রশংসা করুন দেখবেন মন গলে যাবে।
৯.শাশুড়ী রেগে বকা দিলে চুপ করে থাকুন,দেখবেন রাগ কমে গেলে নিজ থেকেই কথা বলবে।তর্কে জড়ালে ঝগড়া বাড়বে।
১০.শাশুড়ী অসুস্থ হলে সেবা করুন,বাড়ি থেকে বাইরে গেলে শাশুড়ির অনুমতি নেন।বাসায় ফিরলে বাহির থেকে শাশুড়ির প্রিয় খাবার কিনে আনুন।
১১.আশেপাশের মানুষের কাছে শশুর বাড়ির সবার সম্পর্কে প্রশংসা করুন ইনশাআল্লাহ সবাই ভালোবাসবে।
১২. আর শাশুড়ী কখনো মা হয় না এসব ধারনা মুছে ফেলুন।সব মানুষ এক রকম না তাই মানিয়ে নিতে শিখুন। যদি ভালো লাগে
ভালোবাসা দিয়েই...
ভালোবাসা অর্জন করা সম্ভব!🙂