বাস্তব ছোট ছোট গল্প & কষ্টের কিছু বাস্তব কথা

 বাস্তব জীবনের ফেসবুক স্ট্যাটাস

বাস্তব জীবনের ফেসবুক স্ট্যাটাস

হোটেলে খেয়ে পর বিল দিতে গিয়ে অনেক ভিড় দেখে শয়তানি বুদ্ধি মাথায় এলো।ভিড়ের সুযোগে টাকা না দিয়েই বেড়িয়ে গেলাম।


আহা! কি শান্তি।লোক ঠকানোতে এতো ভালোলাগা থাকতে পারে।মনে হতে লাগলো যেন বিরাট কোনো কাজ করে ফেললাম।গর্ব হতে লাগলো।


ঠিক করলাম এই মজা মাঝেমধ্যেই নিবো।খেয়ে ভিড়ের সুযোগে পালিয়ে আসবো।টাকা বেঁচে যাবে,সাথে মজাও হবে।


এসব নিয়ে ভাবতে ভাবতে বাসায় গেলাম।স্ত্রীর সাথে প্লান করলাম কাল খেয়ে টাকা না দিয়ে চলে আসবো।স্ত্রী উল্টে আমায় যা তা বললো।সে বলুক,মেয়ে মানুষ এসব মজার কি বুঝে?মেয়ের মন তো ভয়ে ভর্তি।তবে নিজের কথায় অটল থাকলাম,মাঝেমধ্যেই এই মজা নিতেই হবে।


ঘুমালাম।মাঝরাতে পে'ট ব্যথা শুরু।মনে হতে লাগলো পে'টের নাড়িভুড়ি কেউ যেন প্লাস দিয়ে প্যাঁচাচ্ছে আর খুলছে।ব্যথায় ছটফট করতে লাগলাম।এতো ভয়ঙ্কর পে'ট ব্যথা আগে কখনোই হয়নি।মনে হচ্ছে ব্যাথায় এবার ম"রেই যাবো।


মনে পড়লো হোটেলের সেই ঘটনা।মনে মনে সৃষ্টিকর্তার কাছে মাফ চাইলাম।প্রতিজ্ঞা করলাম কালই হোটেলে গিয়ে প্রাপ্য টাকা দিবো,সঙ্গে ওদের কাছেও ক্ষমা চাইবো।


প্রতিজ্ঞা করার দশ মিনিটের মাথায় অলৌকিক ভাবে পে'ট ব্যথা কমতে শুরু করলো।শরীর শি"উরে উঠলো।সঙ্গে সঙ্গে আরেকটা প্রতিজ্ঞা করলাম,কাউকে ঠকাবো না,কারো প্রাপ্য জিনিসে কখনো লোভ করবো না।

গল্প-অনুশোচনা

লেখক-জয়ন্ত_কুমার_জয় 

বাস্তব জীবনে কিছু কথা

ছেলেটা রোজ পিছু করতো।একদিন রাগ দেখিয়ে বললাম " রোজ পিছু নেন কেনো?বিরক্তিবোধ হয় বুঝেন না? "


ছেলেটার চোখ মুখ ফ্যাকাসে হয়ে গেলো।দেখেই বোঝা যাচ্ছে প্রচন্ড ভয় পেয়েছে।তাই আর কিছু বললাম না।


পরেরদিন আবারো ছেলেটা হাজির।রোজ একটা ছেলে চোখে চোখে রাখলে অস্বস্তির সীমা থাকে না।আবারো ডাকলাম 


" এই ছেলে,এদিকে আসেন "


ছেলেটা মুখ আমতা আমতা করে কাছে আসলো।বললাম " পছন্দ করেন? "


" হ্যা "


যেন পিছু না করে তাই মিথ্যা বললাম " আমার প্রেমিক আছে,জানেন? "


" না।জানতাম না "


" এখন তো জানলেন।কাল থেকে আর ডিস্টার্ব করবেন না।ঠিক আছে? "


" আমি কি আপনাকে ডিস্টার্ব করি? "


" রোজ পিছু নেন,এটা ডিস্টার্ব না? "


" আর পিছু নিবো না।এখানে দাঁড়িয়ে শুধু দেখবো "


ইচ্ছে করছিলো কঠিন কিছু কথা শুনিয়ে দিতে।আজ ওয়ার্নিং দিলাম।কালকেও যদি দেখি এখানে তাহলে বকে দিবো।পরেরদিন আবারো ছেলেটা দাঁড়িয়ে।বললাম


" আজব তো,পাগল নাকি আপনি?আমার প্রেমিক আছে,তাও কেন রোজ দেখেন?দেখলেও লাভ হবে না।আমি খুব লয়াল।ওকে ছাড়া কাউকে ভালোবাসবো না "


ছেলেটা মাটির দিকে মুখ করে বললো " জানি।সেজন্যই আজও দাঁড়িয়ে আছি "


" মানে? "


" সত্যিকারের ভালোবাসা তো কেউ বুঝেনা।আমার বিশ্বাস!আপনার প্রেমিক ও বুঝবে না।তখন নাহয় আমায় একটু যায়গা দিয়েন "


এমন কথায় কোন মেয়ে যায়গা না দিয়ে থাকতে পারে? আমিও যায়গা দিলাম।শুধু মনে না,গোটা জীবনে সে যায়গা করে নিলো।


গল্প-প্রেম_নিবেদন 

লেখক-জয়ন্ত_কুমার_জয় 

বাস্তব জীবনের গল্প পড়ুন...