টাকা ছাড়া জীবন অচল & টাকা ছাড়া

টাকা ছাড়া পুরুষ

টাকা ছাড়া পুরুষ

এখন ঘরটাও দোকান হয়ে

গেছে,

যেমন টাকা দিবে সেই রকম

মান সম্মান পাবে।

টাকা ছাড়া কেউ ভালোবাসে না

পরিবারের পেটে খাবার না দিতে পারলে, তাঁরা ও তোমায় লাথি দিবে। টাকা ছাড়া বাবা-মা ও তোমাকে ভাল চোখে দেখবেন না।

টাকা ছাড়া ভালোবাসা হয় না

ভালোবাসা টাকা ছাড়া হবে,
কিন্তু হাঁসি খুশি থাকতে টাকা
দরকার হবে। প্রেমিকা ও চাইবে না 
টাকা ছাড়া কেউ তার জীবন সঙ্গী হবে।

টাকা ছাড়া জীবন মূল্যহীন

মানুষ যতই বলুক টাকা ছাড়া সম্মান ও
ভালোবাসা পাবে, তা কখনোই না টাকা ছাড়া তো পরিবার ও ভালোবাসে না, আর তারা তো বাহিরের মানুষ, তাঁরা কি ভাবে বুঝবে।

টাকা ছাড়া পুরুষ দাম নাই

বন্ধু বান্ধব পরিবার এমনকি বাবা মা ও
টাকা ছাড়া পছন্দ করে না।
তোমার যখন পকেট ফাঁকা, দুনিয়া তখন তুমি কে, এমন কি তোমার নাম পর্যন্ত ভুলে যাবে।

টাকা ছাড়া মানুষের মূল্য নাই

মানুষ সম্মান করে না,
কারণ আমার টাকা নেই।
মানুষ ভালোবাসে না 
কারণ আমার টাকা নেই।
সবাই স্বার্থের জন্য আপন হয় 
এই পৃথিবীটা ঐ এমন।

টাকা ছাড়া দাম নাই

পকেট ফাঁকা রেখে কখনোই ভালো
কিছু করা সম্ভব নয়,
সবাই আগে ভরা পকেট দেখবে
পরে বাকি সব।

টাকা ছাড়া মেশিন

তুমি টাকা ছাড়া কারো প্রিয় জন 
হতে পারবে না।
না ভাল বন্ধু, না প্রেমিকার কাছে প্রেমিক, 
না বাবা মায়ের কাছে যোগ্য সন্তান।

টাকা ছাড়া জীবন

টাকা ছাড়া জীবনের কেউ মূল দেয় না, সবাই বলে টাকা দিয়ে ভালোবাসা সম্পর্ক গড়ে না, আমি দেখেছি টাকা দিয়ে ভালোবাসা, সম্পর্ক, সব তৈরি হয়।