স্বামী স্ত্রীর ভালোবাসার গল্প
রাগ করে বাবার বাড়ি চলে গেছে স্ত্রী।
অসহায় স্বামী স্ত্রীর কাছে ফোন দিয়ে অনুনয় বিনয় করছে। এক পর্যায়ে স্ত্রী নরম স্বরে বলছে,,,
স্ত্রী :- আচ্ছা টেবিলে গ্লাস আছে না?
স্বামী :- হুম আছে।
স্ত্রী :- ঐটা হাতে নাও
স্বামী :- নিলাম।
স্ত্রী :- এবার হাত থেকে ফেলে দাও।
স্বামী :- ওকে ফেলে দিলাম।
স্ত্রী :- এবার দেখ গ্লাসটা ভেঙে গেছে। তুমি চাইলেও ঐ টুকরো টুকরো গ্লাসের খণ্ডগুলো আর জোরা লাগাতে পারবে না। লাগাতে পারলেও সেটা আর আগের মতো হবে না। ঠিক তেমনই মন ও বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা আর জোরা লাগানো যায় না। কোন ভাবে লাগানো গেলেও তা আর আগের মতো হয় না।
স্বামী :- কিন্তু গ্লাসটা তো ভাঙ্গেনি, কারণ সেটা স্টিলের ছিলো.... 😐
স্ত্রী :- হায়রে কপাল আমার । তুমি আর শোধরাবে না। বুঝেছি এই পাগলটাকে নিয়েই আমাকে সারা জীবন চলতে হবে।
😞আমি রেডি হচ্ছি তুমি তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যাও😧।
এটাই প্রকৃত ভালোবাসা আর এটাকেই বলে প্রকৃত সম্পর্ক,কিন্তু এটাই বড় অভাব।
শয়তান সব সময় স্বামী - স্ত্রীর মধ্যে ঝামেলা বাধিয়ে দেয় এবং সংসার ভেঙে দেয়।
আল্লাহ তা'য়ালা সবাইকে শয়তানের ধোকা থেকে হেফাজত করুন... আমিন....! ❤️