জানা অজানা তথ্য | অজানা রহস্য ২০২৫

অজানা রহস্য

অজানা রহস্য

পাথরও কী চলাচল করতে পারে‼️??
পৃথিবীর অন্যতম সবচেয়ে গরম জায়গা গুলোর মধ্যে অন্যতম হচ্ছে "ডেথ ভেলি (Death Valy)"। এখানের "রেস ট্র্যাক (Race Track)" নামক অঞ্চল এ প্রাকৃতিক পাথর সমূহের রহস্য জনক ভাবে চলাচল লক্ষ্য করা যায়। তবে প্রথম দিকে যদিও কেউ এদের চলাচলকে সরাসরি দেখেনি।

তবে কেউ একজন ২০১৪ সালের দিকে এই রহস্য ভেদ করতে সক্ষম হয়, তিনি তার ক্যামেরার মাধ্যমে পাথরের চলাচল রেকর্ড করে ফেলেন। যদিও এর পূর্বে এ বিষয়ে অনেকেই তাদের বিভিন্ন তত্ত্ব প্রদান করেন। 

তবে পরবর্তীতে জানা যায় যে, শীতের সময় যখন বৃষ্টি হয় তখন সেখানের মাটিতে বরফের একটি পাতলা স্তর বিকাশিত হয়, আর সে অঞ্চলে সবসময় শক্তিশালী হাওয়া চলাচল করে যা পিচ্ছিল বরফের স্তরের উপরের পাথর সমূহকে প্রভাবিত করতে থাকে। ফলাফল স্বরূপ পাথরগুলো মাটিতে চলাচল করতে পারে।

সোর্স : BBC, Scientific American, 
           Time Magazine

 অজানা তথ্য

অজানা তথ্য

ইঁদুর কেন কাগজ বা কাপড় কাটে (ওরা তো কাগজ খায় না)? 

এই প্রশ্নটা আমার মনেও ছিল ছোটবেলায়। ওরা দাঁত দিয়ে কাটেনা এমন জিনিস খুঁজে পাওয়া দুষ্কর। এমনকি অধিকাংশ ক্ষেত্রে সেসব ওদের খাবার জিনিস না!


এটা নিয়ে খোঁজ করতে গিয়ে জানলাম ইঁদুরের সামনের দাঁত আজীবন বড়ো হতে থাকে। এটাসেটা কেটে ওরা ওই দাঁত ক্ষয় করে ছোটো রাখে। যারা দাঁত ছোটো রাখবে না ওরা নিজের দাঁতের আঘাতেই মৃত্যুবরণ করবে। মানে দাঁত মুখ ভেদ করে বের হতে পারে, এমনকি ওদের মস্তিস্কেও আঘাত করতে পারে।

অজানা তথ্য ও রহস্য

অজানা তথ্য ও রহস্য

ময়ূর মাকড়সা

উজ্জ্বল রংয়ের ছোট্ট এই ময়ূর মাকড়সাদের ইংরেজিতে বলা হয় ‘পিকক স্পাইডার’। একজন মানুষের বুড়ো আঙুলের নখের সমান এদের আয়তন। কাজেই ওদের ভয় পাওয়ারও কিছুই নেই।


এমনিতে বেশিরভাগ প্রাণীর গায়ের রংয়ের উজ্জ্বলতা প্রকাশ করে এক ধরনের সতর্কবাণী, যেন শিকারিরা দূরে থাকে। কিন্তু ময়ূর মাকড়সার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। এদের গায়ে উজ্জ্বল রং থাকে নারী মাকড়সাদের আকৃষ্ট করার জন্য।


সঙ্গিনীকে আকৃষ্ট করার জন্য এরা কী না করে! রঙিন গায়ে নেচেও বেড়ায়। হ্যাঁ, প্রজননের সময় নারী মাকড়সাকে খুশি করার জন্য নাচতে হয় পুরুষ ময়ূর মাকড়সাদের!


চমৎকার এই প্রাণীটির দেখে মেলে শুধু অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে। কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস প্রদেশের বনে এই খুদে মাকড়সাদের পাওয়া যায়। কিন্তু এদের খুঁজে পাওয়া ভারি কঠিন। কারণ লাফিয়ে লাফিয়ে দ্রুত জায়গা বদল করে এরা ।

ইতিহাসের অজানা তথ্য

ইতিহাসের অজানা তথ্য

ইনি হলেন ইথিওপিয়ার মুরসি উপজাতির একজন মহিলা মেম্বার।

যখন একটি মেয়ে 15 বছর বয়সে পরিণত হয়, তখন তার মা বা তার গ্রামে বসবাসকারী অন্য কোন মহিলা তার নীচের ঠোঁট কেটে দেয়। 


নিচের ঠোঁট কেটে সেখানে মাটির তৈরি বা কাঠের প্লেটের মত বসিয়ে দেওয়া হয়। এমনকি ধীরে ধীরে কাটা অংশটি যেমন বাড়তে থাকে, তেমনই প্লেটের আকারও বাড়িয়ে দেওয়া হয়। আর এই প্লেটের আকারের উপরেই অনেক সময় নারীদের সামাজিক মর্যাদাও নির্ভর করে।

রহস্যময় পৃথিবীর অজানা তথ্য-অজানা তথ্য ও রহস্য | অজানা তথ্য ২০২৫