ঈদ মোবারক স্ট্যাটাস
১. আনন্দ, ভালোবাসা আর ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক তোমার ঈদ। সবাইকে ঈদ মোবারক!
২. খুশির বারতা নিয়ে এলো ঈদ, ভুলে যাও সব দুঃখ আর গ্লানি, আনন্দে ভরে উঠুক জীবন! ঈদ মোবারক!
৩. নতুন চাঁদের আলোয় হাসুক সবার মন, শান্তি ও ভালোবাসায় ভরে উঠুক প্রতিটি হৃদয়। ঈদ মোবারক!
৪. রমজানের সিয়াম শেষে এলো খুশির দিন, মনের সব ক্লান্তি মুছে দিয়ে আনলো নতুন আনন্দ। সবাইকে ঈদ মোবারক!
৫. ত্যাগ, ভালোবাসা আর সহমর্মিতার শিক্ষা নিয়ে আমাদের দ্বারে এসেছে ঈদ। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা!
৬. নতুন পোশাক, সুস্বাদু খাবার আর প্রিয়জনের সঙ্গ, ঈদ হোক ভালোবাসায় পরিপূর্ণ! ঈদ মোবারক!
৭. ছোট-বড় সব দ্বিধা দূর হোক, সম্পর্ক হোক আরও মজবুত, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মনে! ঈদ মোবারক!
৮. সৃষ্টিকর্তার রহমত বর্ষিত হোক তোমার জীবনে, সুখ-শান্তিতে ভরে উঠুক দিনরাত। ঈদ মোবারক!
৯. সিয়াম সাধনার পর যে খুশি আসে, সেটাই ঈদ। এই খুশি তোমার জীবনকে আরও সুন্দর করে তুলুক। ঈদ মোবারক!
১০. ঈদের আনন্দ সীমাহীন, এর খুশি অপরিসীম। এই আনন্দ ছড়িয়ে পড়ুক তোমার চারপাশে। ঈদ মোবারক!
১১. ক্ষমা, ভালোবাসা আর বন্ধনের দিন হলো ঈদ। আজ সব অভিমান ভুলে একে অপরকে আপন করে নাও। ঈদ মোবারক!
১২. যে ঈদে থাকে ভালোবাসা, যে ঈদে থাকে শান্তি, সে ঈদ সবার জীবনে আসুক বারবার। ঈদ মোবারক!
১৩. ঈদ শুধু আনন্দের দিন নয়, এটি এক মহামিলনের দিন। আজ সবাই মিলে ভাগ করে নাও ঈদের আনন্দ! ঈদ মোবারক!
১৪. রঙিন পোশাকের মতোই রঙিন হোক তোমার দিন, সুস্বাদু সেমাইয়ের মতোই মিষ্টি হোক তোমার জীবন। ঈদ মোবারক!
১৫. যারা কষ্টে আছে, তাদের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত আনন্দ। ভালোবাসার ছোঁয়ায় সবার মুখে হাসি ফুটুক। ঈদ মোবারক!
১৬. নতুন ভোর, নতুন দিন, নতুন আলোয় ঝলমল করুক তোমার মন। ঈদের খুশি চিরস্থায়ী হোক। ঈদ মোবারক!
১৭. ঈদের দিনের প্রতিটি মুহূর্ত হোক ভালোবাসায় ভরা, প্রতিটি হাসি হোক সত্যিকারের আনন্দের প্রতিচ্ছবি। ঈদ মোবারক!
১৮. ঘরের দরজা খুলে দাও, অন্তরের খুঁটিনাটি দুঃখগুলো মুছে ফেলো, ঈদের খুশি ছড়িয়ে দাও চারদিকে। ঈদ মোবারক!
১৯. যারা দূরে আছে, তাদের প্রতি ভালোবাসা পৌঁছে যাক প্রার্থনার মাধ্যমে। ঈদ হোক একতা ও শান্তির প্রতীক। ঈদ মোবারক!
২০. ঈদের দিন হোক ধৈর্য, ত্যাগ আর ভালোবাসার প্রতিচ্ছবি। সবার মুখে হাসি থাকুক আজীবন। ঈদ মোবারক!