Broken Love Story | না পাওয়া ভালোবাসা 2025

 নীল আকাশের নিচে, শুকনো পাতার মতো ঝরে গেলো আমার ভালোবাসা...

না পাওয়া ভালোবাসার কষ্টের গল্প

না পাওয়া ভালোবাসার কষ্টের গল্প

আমি আর রিয়া একে অপরকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতাম। একসঙ্গে বৃষ্টি ভেজা সন্ধ্যা কাটিয়েছি, একসঙ্গে পূর্ণিমার আলোয় স্বপ্ন বুনেছি। ওর হাত ধরে হাঁটতে হাঁটতে আমি স্বপ্ন দেখতাম একটা ছোট্ট ঘরের, যেখানে কেবল আমাদের ভালোবাসা থাকবে।

কিন্তু একদিন হঠাৎ করেই রিয়ার আচরণ বদলে গেলো। সে ধীরে ধীরে দূরে সরতে থাকল। আমি বোঝার চেষ্টা করলাম, ও কেন এমন করছে? একদিন ওর মুখ থেকেই শুনলাম নির্মম সত্যটা—"আমার আর্থিক ভবিষ্যৎ চাই, শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না!"

আমার বুকের ভেতর যেন ঝড় উঠলো। আমি ওর হাত ধরে কাঁদতে কাঁদতে বললাম, "আমার ভালোবাসা কি যথেষ্ট নয়?" কিন্তু ও চোখ ফিরিয়ে নিলো, আমার হাত ছাড়িয়ে নিয়ে চলে গেলো অন্য একজনের সঙ্গে, যার ছিলো অর্থ আর প্রতিপত্তি।

আমি ভেঙে পড়লাম। আমার দুচোখের জলে আমার স্বপ্নগুলো ডুবে গেলো। দিন গেলো, রাত গেলো, কিন্তু আমি অপেক্ষা করতাম... যদি একদিন ফিরে আসে!

বছর কেটে গেলো। আমি অনেক পরিশ্রম করলাম, রাতের ঘুম হারাম করলাম, একদিন আমিও প্রতিষ্ঠিত হলাম। ততদিনে রিয়া সুখের সংসারে মেতে ছিলো। কিন্তু একদিন সেই সংসারটা ভেঙে গেলো। সেই লোক ওকে ছেড়ে চলে গেলো নতুন আরেকজনের কাছে, যেমনটা একদিন ও আমাকে ছেড়ে গিয়েছিলো!

একদিন রাতে দরজায় করুণ কণ্ঠে কেউ কাঁদছিলো। আমি দরজা খুলে দেখি, রিয়া... বিধ্বস্ত, চোখে অঝোর অশ্রু।

"অনুগ্রহ করে আমায় ফিরিয়ে নাও!"

আমি একদম চুপ। অনেকদিন আগে, এই কষ্ট আমি পেরিয়ে এসেছি। আমি ওর মুখের দিকে তাকালাম, সেই চোখগুলোতে আজ কেবল অনুশোচনা আর যন্ত্রণার ছায়া।

"তুমি কি জানো, আমি কতদিন তোমার ফেরার অপেক্ষায় ছিলাম?" আমার ঠোঁটে তিক্ত হাসি।

"জানি... আমি ভুল করেছিলাম, প্লিজ আমাকে গ্রহণ করো!"

আমি মাথা নেড়ে বললাম, "সেদিন যখন আমি তোমার হাত ধরে কেঁদেছিলাম, তোমার জন্য চিৎকার করেছিলাম, তখন তুমি আমাকে ফেলে গিয়েছিলে। আজ আমি তোমার কান্না শুনছি, কিন্তু কিছুই অনুভব করছি না... তুমি যাকে ভালোবেসেছিলে, সে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আর আমি তোমার ভালোবাসা পেতে চাই না।"

রিয়া মাটিতে বসে হাউমাউ করে কাঁদতে থাকলো। আমি ধীরে ধীরে দরজা বন্ধ করলাম... জীবন থেমে থাকে না, কিন্তু ভালোবাসার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে, সেটা আর কখনো আগের মতো ফিরে আসে না।